প্রকাশিত: Mon, Dec 25, 2023 10:03 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:54 AM

[১]আইন লংঘনের অভিযোগে সৌদি আরবে ১৭ হাজার অভিবাসী আটক

সাজ্জাদুল ইসলাম: [২] রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করার জন্য ১৬ হাজার ৮৯৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৪৯৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও দুই হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে। সূত্র: গালফ নিউজ, অ্যারাব নিউজ

[৩] এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকারী আরও ৭৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় আরও ৮০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। 

[৪] বিবৃতিতে বলা হয়েছে, আবাসন ও কর্ম বিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১১ ব্যক্তিকেও হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে আটককৃত ৫২ হাজার ৩৬৯ জন অভিবাসী আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের মধ্যে নারী রয়েছেন ৫ হাজার ৯৩৮ জন। 

[৫] আটককৃত অভিবাসীদের মধ্যে ৪৬ হাজার ৭৪৩ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ১ হাজার ৭১৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৯ হাজার ১৪৭ জনকে ইতিমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি প্রশাসন।

[৬] মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত আছেন। সম্পাদনা: ইকবাল খান